যা কিছু করার নেতা নেত্রী ই করে যাচ্ছেন
বাকিরা শুধুই দেখে যাচ্ছেন
আর এরাই হলো আমজনতা।

রাজনীতি জমজমাট ব্যবসা এখন
আমজনতার তরে শুধুই কাঁদন
তাদের তরে বিরহ বারতা।

নেতা নেত্রীর বাড়ি গাড়ি বাড়ছে
বোকা জনতা তেল পিঁয়াজ কিনছে
আর ধুঁকে ধুঁকে মরছে।

বাজারে আগুন নেতা নেত্রী দারুণ
নিয়ন্ত্রণহীন ডি‌জিটাল যুগ চলছে
হাড়ে হাড়ে আমজনতা টের পাচ্ছে।
২৩|০৮|২০২২