এইখানে এই পোড়া জনপদে
শ্রমিকের ঘাম ঝরে ঠিকই
মজুরি ও জোটে যৎকিঞ্চিত
তবু ভাগ্য থেকে যায় একই।
শ্রমিকের ঘামে পরিবর্তন হয় না
ভাগ্যের দুর্দশা কভু কাটে না
শ্রমিক গড়ে তোলে সবকিছু
তবু তার জীবন গড়া হয় না।
শ্রমিকের কথা কেউ ভাবে না
কারো ভাবনায় সে কভু আসে না
আমজনতা তাই চির অবহেলা
কেউ দেখে না তার চাপা কান্না।
এইভাবে এই পোড়া জনপদে
আমজনতা চিরকাল অবহেলিত
নেতা নেত্রী আর চামচা দলবলে
করে নিচ্ছে তার সবটুকুই উন্নত।
০৩|০২|২০২৩