তাহারা স্বপ্ন নিয়ে এসেছিল
স্বপ্ন দিয়েও গিয়েছিল
এক সাগর রক্ত ঝরিয়ে
তাহারা স্বাধীনতা ও এনে দিয়েছিল…..

কিন্তু আমরা ধরে রাখতে পারিনি
স্বাধীনতার মর্যাদা ধরে রাখতে পারিনি….

আজ বাংলাদেশও কি বিশৃঙ্খল তবে
মুক্তিযোদ্ধারা ও শেষে মর্মাহত হবে
এই কি ছিল তবে স্বাধীনতার চাওয়া
চারিদিকে শুধু আজ বিষাদের হাওয়া।
২৮.০৫.২০২০