পাপী আমি নফসের তাড়নায়
করি গুনাহ্ বারবার হায়
কি জানি কি হয় মনে ভয়
ক্ষমা করে দাও আল্লাহ্ দয়াময়।
আমার সকাল সন্ধ্যা দুপুর
ভুলে ভুলে ভরপুর
গুনাহয় গুনাহয় জেরবার হৃদয়
ক্ষমা করে দাও আল্লাহ্ দয়াময়।
বুঝে না বুঝে দিনে-রাতে
তোমার হুকুম অমান্য করে
হয়েছি আমি অবুঝ গুনাহগার
ক্ষমা করে দাও আল্লাহ্ দয়াময়।
গুনাহ্ র বোঝা মাথায় নিয়ে
গুনাহগার আমি কেঁদে কেঁদে
চাইছি ক্ষমা ওগো করুনাময়
ক্ষমা করে দাও আল্লাহ্ আমায়।
২০.০২.২০১৬