শুধু তোমার জন্য ই
আমি প্রেমিক হয়েছিলাম
আবার শুধু তোমার জন্য
এই আমি কাঁদলাম।
শুধু তোমার পরশে
সুখের ছোঁয়া পেয়েছিলাম
আবার শুধু তোমার জন্য
এই আমি যন্ত্রণা পেলাম।
শুধু তোমার ভালোবাসা তে
ঘর বাঁধতে চেয়েছিলাম
আবার শুধু তোমার জন্য
এই আমি ঘর ছাড়লাম।
শুধু তোমার হৃদয় মাঝে
সুখের ছায়া পেয়েছিলাম
কিন্তু তোমার জন্যই শেষে
এই আমি ব্যথিত হলাম।
২২.১২.২০০৯