জীবন বাঁকে দুঃখ থাকে
তবু দাঁড়াতে হয়
প্রত্যাশায় বুক বেঁধে
অবিরত সংগ্রাম করতে হয়।
জীবন নীরব যুদ্ধে ভরপুর
কানায় কানায় শুধু অপূর্ণতা
চাওয়ার হয় না পাওয়া কিছুতেই
সফলতা টপ্কে আসে ব্যর্থতা।
হতাশার বুকে জীবনের আশ্রয়
শুধু খেলা পরাজয় আর পরাজয়
কুয়াশার চাদরে মুখ ঢেকে
জীবন লুকায় নীরব কান্নায়।
এই জীবনের নিঠুর পরিচয়
ব্যর্থতা ই শুধু লুটোপুটি খায়
তবু কখনো হয়ত জুটবে বিজয়
আর সে কারণেই আজীবন সংগ্রাম ধীর লয়।
২০.০২.২০১৬