ভালোবাসা ছিলো কত
হৃদয়ে আমার
দিয়েছি তোমায় সব
হয়েছে তোমার।
ভালোবাসা পেয়ে তুমি
কাঁদালে আমায়
বুকের ভিতরে সদা
করে হায় হায়।
ভালোবাসি ভালোবাসি
বলেছিলে তুমি
আবার কি বুঝে মনে
চলে গেলে তুমি।
নিয়ে গেলে সব তুমি
দিলে উপহার
চির জনমের কান্না
বুকেতে আমার।