বোকার মতো দেখে ই গেলাম
কিছু করা হলো না-
চারিদিকে শুধু ঘুষ আর সুপারিশ।
রাজনীতি।কালো হাত কালো মানুষেরা
গ্রাস করে খাচ্ছে দেশ,সবকিছুই
রোজ রোজ হচ্ছে কেনা-বেচা।
মেধাবী অ-মেধাবী চেনা দায়
সব শালা ঘুষের টাকা খায়
বুঝি না ভাই রুধির ধারা বইয়ে
বীর সেনানিরা করলো স্বাধীন কিসের জন্যে
ঘুষখোর হারামীদের হাতে
এই সোনার দেশটাকে তুলে দিতে?
আজিকে এম.পি-মন্ত্রী সব বেটা করে কারবার
বোঝা দায় ভালো-মন্দ মিলেমিশে একাকার।
কি যে বলব কি যে করবো ভাই
পারলে সব শালাদের চুবাতাম বুড়িগঙ্গায়।
ভালো মানুষেরা,সাদা মানুষেরা গুমড়ে কাঁদে-
এই মানুষরুপী হায়নাদের ছোবলে
ক্ষত বিক্ষত দেশ।ক্ষত-বিক্ষত বক্ষ মোর।
হায় বাংলাদেশ,স্বাধীন তবু অভাগা।
স্বপ্নেরা গুমড়ে কাঁদে এখানে,বাংলাদেশে
মরে যায় বেমালুম।বিজয়ী রাজনীতিবীদগণ-
হারামী ঘুষখোর।চামচা-নেতা-পাতি নেতা
এলাকায় এলাকায় দখলে রেখেছে সবকিছু।
আমি বোকা।দেখে যাই আর দেখেই যাই শুধু
সমাধান।শুধরে যেতে হবে সবাইকে অবশেষ
দিন ফুরানোর আগেই বললাম আমি বোকা।
২০১২