কি যে কষ্ট খুঁজে পাওয়া আলো
অমানিমা শুধু হাতছানি দেয়
দিকে দিকে আঁধারের জয়ধ্বনি-
তেপান্তরের ওপারে
হারিয়েছে মুখরিত আলো।
এই কোলাহলময় জনারণ্যে আজি
আঁধারের বুক জুড়ে অতীব জরুরী
ঝলমলে আলোক রশ্মি-
আলো খুঁজে যাই আমি খুব সযতনে
একা একা নিরালায় নিঃশব্দে আজি।
কে যাবে আলো’র খোঁজে ভেঙ্গে সব ভুল
চলে এসো দলে দলে, আমরা সংগ্রামী
খুঁজে আনব ই মোরা উজ্জ্বল আলো-
এই দেশের বুকেতে ফোটাব আবার
ঝলমলে উজ্জ্বল আলোকিত ফুল।