যে রঙ নিয়েছি
যে রঙ দিয়েছি
যে রঙ পেয়েছি
তার সবটুকুই বুঝি অচেনা।
যে ছবি এঁকেছি
যে রুপ তার দিয়েছি
জানিনা তার কি পেয়েছি
হৃদয়ে কিসের আনাগোনা।
যে স্বপ্ন বুনেছি
যে কারনে উড়েছি
যার তরে মরেছি
তার সাথে নেই লেনাদেনা।
যে রঙ গায় মেখেছি
যে রুপে হায় দেখেছি
যে কারনে হার মেনেছি
তার সবটুকুই আজ অজানা।
২১|০৯|২০২৩