হৃদয় উৎফুল্ল হয়
তোমার আগমনে
কড়াইতে যবে তুমি
ছড়াও তব সুঘ্রাণ
সহসাই রসনা
পুলকিত হয়ে ওঠে।
মৎস্যকূল হয়েছে ধন্য
হে মৎস্যরাজ ইলিশ
তোমাকে পেয়ে,
রসনা হয় পরিতৃপ্ত
তোমার ই স্পর্শে
বিনে সুতোয় গেঁথেছ
মানবের সঙ্গে সেতুবন্ধন।
এমনই তোমার স্বাদ
ভুলে যাই বিষাদ।
২৫.০৩.২০০৫