কি যে ভাবনা,যাতনা
এ অবুঝ মন মানে না
ধরা দেয় আবার দেয় না
এ ফেরারি খেলা অচেনা
বুঝিনা জানি না ছলনা
তবু ফলাফল বেদনা।
অব্যক্ত বেদনা সহে না
অবুঝ মন যে মানে না
খুঁজে পেতে পেতে পাই না
সময়ের খেলা বুঝি না
ছুটে চলি রোজ অজানা
ফলাফল নিঠুর বেদনা।
কূল কিনারা খুঁজে পাই না
থেকে থেকে সঞ্চিত ভাবনা
ধরা দেয়-খুঁজে পাই-পাই না
এভাবেই সময়ের বাহানা
তবু কষ্ট বুকে আনাগোনা
ফলাফল অবিরত বেদনা।
২৮.০৬.২০১৩