এতো ভালোবাসি বলেই এতো বেদনা
ছাড়াছাড়ি ভুলে যাওয়া –মন মানে না।

ভালোবাসা গভীরতর হলেই যাতনা
হারানোর ব্যথা আর সহ্য করা যায় না
হৃদয়ের অনুভূতিতে ঠাঁই দিয়ে নিলে
হৃদয় থেকে কিছুতেই আর তাড়ানো যায় না।

ভালোবাসা যদি হয় হৃদয়ের ভাষা
বুকে জমে অনাবিল মধুর আশা
ভেঙ্গে গেলে সেই আশা-শত সুখস্বপ্ন
দিগভ্রম হয় হৃদয় বুকে জমে হতাশা।

এতো ভালোবেসেছি বলেই এতো বেদনা
ছাড়াছাড়ি ভুলে যাওয়া-মন মানে না।
০৭.০৯.২০১৩