টুপিপড়া লোক দেখে রাগ করো না
ইসলামী নির্দেশে এভাবে হেলা করো না
দাঁড়ি টুপি দেখলেই কেন জ্বলে ওঠো ভাই
দাঁড়ি টুপি তোমার কোনো ক্ষতি তো করে নাই।
বেশধারী কেউ কেউ থাকতেই পারে
তাই বলে আঘাত হানবে সবার তরে
এটা কিছুতেই শুদ্ধ হতে পারে না ভাই
তোমার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনা চাই।
বেশি দেমাগ করো না জীবন নিয়ে ভাই
দেখবে সহসা কিছুই যে তোমার আর নাই
আল্লাহ র নির্দেশে তোমার এই পথে চলাচল
কিঞ্চিত স্বাধীনতায় দেখছেন তিনি ফলাফল।
বাড়াবাড়ি করো না মুসলিমে হেলা করো না
আল্লাহ র নির্ধারিত দ্বীনে অবহেলে পার পাবে না
দেখছেন তিনি সব ফুসরৎ নেবেন যবে বিচারের
জেনে যাবে সত্য মিথ্যা পার্থক্য ভালো মন্দের।
০৬|০৯|২০২২