বৃষ্টি পরে গাছের পাতায়
গাছের পাতা সজীব হয়
বৃষ্টি পরে ধানের ক্ষেতে
ধানের ক্ষেত প্রাণ পায়।

বৃষ্টি পরে পাখির গায়
পাখিটি দূরে উড়ে যায়
বৃষ্টি পরে আমার গায়
মন ভাবনায় দূরে হারায়।

বৃষ্টি পরে মৃত্তিকার ওপর
মৃত্তিকা উর্বরতা ফিরে পায়
বৃষ্টি পরে পুকুরের পানিতে
পুকুরের পানি চঞ্চল হয়।

বৃষ্টি পরে শহরে –গ্রামে
মানুষ কোমলতা ফিরে পায়
বৃষ্টি পরে যত্রতত্র ইচ্ছে মতো
ধরায় সুশীতল হাওয়া ছড়ায়।
২১.০৮.২০০৬