ঘরে বউয়ের গালাগালি
অফিসে বসের শত বুলি
সহকর্মীর নিদারুণ খোঁচা
বাসে হেলপারের গলাবাজি
এই নিদারুণ বাস্তবতায়
খেয়ে গেছি ভ্যাবাচ্যাকা।
অফিস সাতটা সাতটা
সময়ের বাজে বারোটা
রাতে ঘুমানো দায়ভার
মশার কামড়ে বেসামাল
বাচ্চাদের হৈ চৈ উন্মাতাল
এই নিদারুণ বাস্তবতায়
টিকে থাকার চেষ্টা বারবার।
এদিকে বাজারে আগুন
জ্বলছে পেটেও আগুন
রাষ্ট্রযন্ত্র নির্বিকার রয়
উন্নতি ডিজিটালে হয়
পেট ডিজিটাল বোঝে না
সে করে খাবারের প্রত্যাশা
এই নিদারুণ বাস্তবতায়
খাবার জোগাতে তাই
করে যাই জীবনের খরচা।
১৭|১০|২০২২