এলো গো কে এলো গো মন জুড়িয়া
প্রান ভরিয়া
তৃষিত হৃদয়ে শিহরণ তুলিয়া।

প্রানে সুখ নাহি ছিলো যবে
ভেবেছিলাম শুধু কান্নাই রবে
কে আছে আর আমার হবে
এমন ই সময়ে কে এলে হায় দরদিয়া।

সুপ্ত হৃদয়ে উষ্ণতা ছিলো না যবে
কূলহারা হৃদয় কূলের দেখা পাবে
এমন ই ভাবনায় মন ছিলো ডুবে
তখন ই কে এলে গো কে এলে
আশা জাগানিয়া
এই তৃষিতের হৃদয় জুড়িয়া।
অক্টোবর,২০১২