কিছু সময় কেটে গেছে নিজের অজান্তে
আমি চেয়েছি মানুষের কথা গুলো বলতে
আঁধারের অবসানে প্রতিদিন ভোর হয়
আবার ও সবে আশা নিয়ে রাস্তায় যে দাঁড়ায়
ছোট-বড়, উঁচু-নিচু ভেদাভেদ রয়েছে এখানে
তবুও সবাই ছোটে নিজেরই প্রয়োজনে।

এখানে জীবনের রঙ বহুমুখী ও বহুরুপী
কোথাও প্রেমিক-প্রেমিকা আলোচনায় সদালাপী
কর্মহীন লোকগুলো খুঁজে ফেরে রোজগার
সবাই ছোটে তবুও জানে না কি দায়ভার
ঘুষখোর ঘুষ দাবি করে, প্রতারক শুধু ধোঁকা দেয়
দিন শেষে আবার চারদিক অন্ধকার হয়।

আঁধারের আগমনে চারদিকে সন্ধ্যা নামে
পেশাজীবী ঘরে ফেরে,দেহজীবী পথে নামে
আঁধারেতে ঘটে যায় কত শত অনাচার
মানুষগুলো তবুও তো পায় দরকারি আহার
ভোর হলে সবে সাদা, সবাই-ই খুব ভালো
এখানে সবই হয়, তবু কেউ নয় কালো।