কেউ আমার আপনার নয়
          তবু কত জাড়িজুড়ি
আপনার হতে কত প্রচেষ্টা
করি রোজ কত বাড়াবাড়ি।

এখানে এই জগত সংসারে
              বহুরুপি মানুষ রে
কেউ কারো তরে নয় হায়রে
শুধু সময় বয়ে যায় যায়রে।

আমার পৃথিবীতে একাকী আমি
        ব্যথাগুলো জানে অন্তর্যামী
কোথা থেকে কোথায় গিয়ে থামি
             শুরু শেষ বুঝিনা আমি।

সময়ের স্রোতে ভেসে যায় সব
থেকে যায় জীবন নদীর কলরব
আমি আপনার খোঁজে দাঁড়িয়ে
          কেউ নাইরে ঘরে বাইরে।
২৯|০৬|২০২৩