দিগন্তে ছড়ানো দীঘশ্বাস,হা-হুতাস
জেরবার জীবন মলিন সারাক্ষণ
থামেনা থামেনা বেদন কিছুতেই
শুধু চারিদিকে বিষাদী আস্ফালন।
দুরাশায় করে ভর পদক্ষেপ,সারাবেলা
কিছু কি আর থাকে হৃদয়পুরে
খা-খা,শূণ্যতা বিষাদী প্রান্তর
জ্বলে অন্তর,সুখ যায় পুড়ে পুড়ে।
ফেরারি জীবন দিশেহারা আজিকে,রক্তক্ষরণ
চুপচাপ জীবনের পথে জ্বলন-পোড়ন
কি থাকে আর চাওয়া-পাওয়ার
জমেছে অনাবিল ভয় আর হতাশা এখন।
মে,২০১২