মন পরে আছে সেই আঠারো তে
সময় পেরিয়ে যায়,তবু আঠারো তে
তারুণ্যের উদ্দীপনা,উন্মত্ততা ছাড়ে না মন
অদ্ভুত দূরন্তপনা ভোলে না মন কিছুতে।

মন পরে আছে সেই আঠারো তে
সময় দেয় হাতছানি বলে বুড়ো হয়েছিস
আমি বলি পরে বল বাবা-একটু খেলি
তোর ওসব কথা ধীরে সুস্থে বলিস।

দেখ মন পরে আছে আঠারো তে ই
বাধা মানতে চায় না সে কিছুতেই
কতো বসন্তের কোকিল জানিয়ে যায়
দোলা দেয়,তবু মন আঠারো তে সেই।

মন পরে থাকবে বুঝি আঠারো তে ই
সবুজের-সজীবতার হাতছানি ভুলে
বুড়ো হতে চায় না মন আর কিছুতেই
কে হবে সঙ্গী মোর এসো আঠারোর দলে।
২৩.০৮.২০১৩