ঈদের খুশি ঈদের আনন্দ
দোলা দিক সবার বুকে
মুছে যাক জড়তা সকল  
হাসি থাকুক সবার মুখে।

ঈদের দিনের মধুর সুখ
সবার জীবনে চলে আসুক
দুঃখ সবে ভুলেই যাক
আনন্দে সবার মন মাতুক।

ঈদের দিনের উদারতা নিয়ে
উদার হোক সবার মন
ভুলে যাক সবাই কলুষতা
সবাই হোক সবার আপন।

এই ঈদের এটাই চাওয়া
দুঃখ মুছে আসুক সুখ
সবার জীবন কষ্ট ভুলুক
মুখে মুখে হাসি থাকুক।
27/7/21