অসময়ের বেপরোয়া জীবনের বাঁকে
ঘুরপাক খায় চাওয়া-পাওয়া।অশান্ত প্রত্যাশা।

ক্ষত বিক্ষত বুকে সম্মুখে দৃষ্টিপাত,অবাক হৃদয়
হিংসুক সভ্যতা সময়কে করে হাওয়া।জমে হতাশা।

হতাশায় হতাশায় নুয়ে পরা মগজের স্বপ্নজাল
নিমিষে ছিঁড়ে যায় বেমালুম।আশা হয় মৃত আশা।

লুটেপুটে খাওয়া দুর্নীতির জমিনে,ব্যর্থ পদক্ষেপ
গুটি গুটি পায়ে ভয়ে ভয়ে সম্মুখ অবগাহন।নিয়তি ভরসা।

মগজের শিরায় শিরায় হরতাল,নতুন কোনো স্বপ্ন-
খুঁজে পেতে চায় না মস্তিষ্ক।শুধু গ্রহণকাল করে তামাশা।
০৯.১১.২০১২