বাতাসে ছড়ানো আমার দীর্ঘশ্বাস
তোমাকে ছুঁয়ে যাবেই,
আমার জীবনের কষ্টের হাহাকার
তোমাকে জ্বালা দেবেই।

কোথায় পালিয়ে যাবে বলো ওগো ভাই
তোমার রাস্তা রুদ্ধ হবে হবেই,
বিচারকের কাছে আমার এ আকুতি
একদিন না একদিন পৌঁছে যাবেই।