রে শরাবি,এসো করি শরাব পান
ভুলে যাই জীবনের লেনদেন
ক্ষণিকের তরে ভুলে যাই সব।
এ যে প্রেমের শরাব রে অভাগা
এই সুধা পানে হবে যে বেসামাল
হৃদয়ে বাজবে সুর উঠবে কলরব।
এসো শরাবি,প্রেমের শরাবে হই বুদ্
পিয়াসীর আশায় তেষ্টা মেটাই এবে
ধ্যানী-জ্ঞানী-শরাবিতে হবে উৎসব।
রে শরাবি,না পেলে তার ছোঁয়া
পাগলামি চলবেই যেন সারাবেলা
হৃদয়ে পেলেই তারে থামবে কলরব।
২৪.০৮.২০১৩