স্বপ্ন দেখে খুকুমনি
পাবে সে এক সোনার খনি
ঘুচাবে তা দিয়ে সকল আঁধার
ভাঙ্গবে সকল কালো পাহাড়
থাকবে না আর দেশে
কোন শিশু ক্ষুধিতের বেশে
মনে আরো স্বপ্ন পোষে খুকুমনি
ভয় কি তার,আছে যে সোনারখনি
লেখাপড়া শিখে সবে ঘুচাবে দেশের আঁধার
থাকবে না আর দেশে অভাবের কালো পাহাড়।
২৮.০৪.২০০২