দিনান্তে,স্বপ্নেরা বেমালুম গলে যায়
দিকহারা ক্লান্ত স্বপ্নেরা নীলিমায় মিশে যায়।
আবার ভোর হয় নতুন দিনের আনাগোনা
আবার বাঁচবার আশায় নতুন স্বপ্নের প্রণোদনা
জীবনজুড়ে রোজ রোজ স্বপ্নের লেনা-দেনা।
জীবন স্বপ্নময়,স্বপ্ন বুনেই বসবাস
নীলিমায় ভেসে মন পায় নব স্বপ্নের আভাস।
এভাবে প্রতিদিন পরাজিত স্বপ্ন নিয়ে অন্ধকার
ঘুমঘোর,নীশিথ ফুরিয়ে যায় বারবার
তবু বাঁচবার আশা নব নব স্বপ্নের কারবার
বেঁচে থাকা-দিন ফুরায়-স্বপ্ন নাহি ফুরাবার।
মার্চ, ২০১২