স্বপ্নগুলো ধূসর রঙ ধরেছে
মৃত্তিকার বুকে আশ্রয় নিয়েছে
নতুন স্বপ্ন দেখা কঠিন আজ
মোর চোখে তে লাগে ভীষণ লাজ
যে স্বপ্ন হয় না পূরণ কিছুতে
ভালো লাগে কার শুধু তা দেখতে।
কিংকর্তব্যবিমুঢ় হৃদয় আর
বোনে না কভু নব স্বপ্নের ঘর
স্বপ্ন ছেড়ে দিয়ে বিবাগী হৃদয়
সঙ্গী করেছে শুধুই পরাজয়
পরাজয়ে পরাজয়ে দিন কাটে
মন চায় না যেতে স্বপ্নের হাঁটে।
২১.১১.২০০৯