আমি যদি মুছিয়ে দিতাম সকল কান্না
সকলের মুখে ফুটে উঠতো উচ্ছল হাসি
শিশির ভেজা দুর্বাঘাসে সুখেরা খেতো লুটোপুটি
বিষাদের গান গাইতো না আর কেউ।
আমি যদি গাইতাম কোকিল কন্ঠে সুখগীতি
মধুর গীতি শ্রবণে জুড়াতো সবার প্রাণ
দিকে দিকে বয়ে যেত শান্তির সুবাতাস
বিষাদের আঁখিজল ঝরাতো না আর কেউ।
আমি যদি ছড়াতাম অনাবিল উচ্ছল আলো
সে আলোয় আলোকিত হতো আঁধার ধরা
বিষাদিত চোখে উঠতো জেগে স্বপ্নের ফোয়ারা
কান্নার বদলে হাসিতে ভরে যেত দুনিয়া
করতো না রোদন ধরার পরে আর কেউ।
আমি যদি মুছিয়ে দিতাম সকল কান্না
সবার বুকে জ্বলে উঠতো সুখের বাতি
বিরহ বসতি গড়তো না আর ধরায় কেউ।