নামাজ পড়ো না রোযা রাখ না
ইচ্ছে মতো চলো তুমি ভাই
তোমার শরীর মনে শক্তি আছে
তাই ইসলামে তোমার খেয়াল নাই।
দেখ সময় ঠিক পাল্টে যাবে
এমন দিন সবসময় না রবে
একদিন আসবে তুমি খুব চাইবে
হয়তো তখন শক্তি না রবে।
হরদম চলেছ তুমি আপন খেয়ালে
সিজদার কথা নাই এতটুকু মনে
একদিন হয়তো বারবার ইচ্ছে করবে
তখন তুমি কাঁদবে ক্ষণে ক্ষণে।
সময় চলে যাবে সবকিছু পাল্টাবে
তুমিও ইবাদতে মন দিতে চাইবে
হয়তো তখন সময় শক্তি না রবে
তাই আখেরের কাজ করে নাও এবে।
০২|০২|২০২৩