কেউ কাউকে মেরো না
আর যুদ্ধ কর না
পৃথিবীর সব মানুষ ভাই
কেনো এ কথা মানো না।
ক্ষমতার লোভ করো না
অন্যের সম্পদ কেড়ে নিও না
কারো তরে আঘাত হেন না
সবাইকে আপন করে নাও না।
ধরণীর মাঝে বিভেদের বেড়াজাল
বারবার তোমরা রচিও না
আল্লাহর সৃষ্টি সবুজ বাগিচায়
যুদ্ধের আগুন আর জ্বালিও না।
আর নয় যুদ্ধ, আসুক শান্তি
নিরীহ মানুষ হত্যা আর চাই না
মানবতার অপমান আর চাই না
সবাই সবাইকে আপন করে নাও না।
২৪.০৮.২০১৩