বৃহৎ এই ধরনীর বুকে
অামি অতি ক্ষুদ্র অস্তিত্বহীন
আমার স্বপ্নেরা তাই দিশেহারা
আমার পথচলা নীরব আশাহীন।
আমার আমি কে খুঁজে খুঁজে
আমি হয়ে যাই নীরব পথহারা
খুঁজে পাওয়া যায় না অস্তিত্ব আর
আমি অচেনা আমাতেই দিকহারা।
আমি ক্ষুদ্র বিন্দু সম নই
কোনো আঁচর রাখতে পারিনি
শুধু হতাশা আর দু:খ কিনেছি
জীবনজুড়ে কিছু দিতে পারিনি।
বৃহৎ এই ধরনীর বুকে
আমাকে খুঁজে পাওয়া যায় না
আমি আপনাতে ডুবে মলিন
আপনার দুনিয়ায় একাকি অচেনা।
০১/১০/২০২০