কুুয়াশার চাদর পে‌রি‌য়ে যে স্ব‌প্নেরা উঁ‌কি দেয়
তার কিছু পে‌য়েছ কি তু‌মি জীব‌নের বালুচ‌রে
‌তোমার চাওয়া পাওয়ায় তোমার প্রার্থনায়
‌দি‌য়ে‌ছে কি ধরা স্ব‌প্নেরা যা ছিল কা‌ছে দূ‌রে।

জা‌নি তু‌মিও হতাশায় জেরবার দিবস রজনী
পা‌খি‌দের ডানায় উ‌ড়ে গে‌ছে তোমার স্বপ্নগু‌লো
এভা‌বেই স্বপ্ন আ‌সবে যাবে কভু পূরণ হ‌বে না
স্বপ্ন বোনা তাই তোমার আমার বু‌ঝি ভুল হ‌লো।

ভুল কিম্বা স‌ঠিক সবুজ মন তো তা বো‌ঝেনা
‌তোমার মনও বু‌ঝি হ‌য়ে ও‌ঠে শুধুই আনমনা
কুয়াশার চাদর পে‌রি‌য়ে তাই যে স্ব‌প্নেরা হা‌সে
তার দোলায় দু‌লে যাই শুধু তু‌মি আ‌মি দুজনা।

‌পোড়া মন পোড়া জীবন সারাক্ষণ রক্তক্ষরণ
হ‌বে না হ‌বে না কিছু‌তেই আর কো‌নো স্বপ্নপূরণ
তবু হতাশায় দুরাশায় বারবার সে প‌থে গমন
‌বেপ‌রোয়া সবুজ মন ছু‌টি নে‌বে না কিছু‌তে কখন।
২৮/৯/২০