আলো নিভে গেল সহসা
পথ খুঁজে পাবার নেই আশা
অন্ধকারে বুকে জমে হতাশা
হারালো আলোকিত হবার প্রত্যাশা।
যা কিছু ছিল সঞ্চয়ে ভরসা
নেই আর তা সব মৃত আশা
গড়তে চাওয়া মিছে আলোর বাসা
অন্ধকারে সব নিদারুণ দুরাশা।
যেখানে দাঁড়িয়ে খুঁজি ভালোবাসা
তার সবটুকুই মিথ্যা, নাই ভরসা
পথে প্রান্তরে থেকে থেকে হতাশা
নেই আর নেই প্রাণবন্ত প্রত্যাশা।
আলোর ধরায় অন্ধকারের বাসা
মিছে হলো আলোকিত হবার আশা
আজ অন্ধকারে ডুব শুধু দুরাশা
ধুঁকে ধুঁকে জীবন মৃত সব প্রত্যাশা।
১৫|০৭|২০২৩