থমকে থাকে এ মন
যেন অচল হয়ে যায় সবকিছু
আমার শরীরের শিরা-উপশিরা।
প্রতি ধমনিতে বাজে বিষাদের
হলিখেলা। মনে হয় শত যুগ ধরে
অচল আমি। আমার হাত-পা,হৃদয়
আর নড়ে-চড়ে না। ক্লান্ত-বিদগ্ধ আমি।
আজ হঠাৎ এ কোন্ দুঃখদহে
শুধু পুড়ছি আমি,জানি না।
এই ঘুণে ধরা নগরের
সমুদ্র সম বিষাদ
ভর করে আমার উপর।
এ-কি তাহলে প্রিয়তমা হারানোর বিষাদ
নাকি সন্তান হারা মায়ের হাহাকারের
আমিও অংশীদার। জানি না
শুধু জানি বিষাদের আগমনে
আজ আমি হঠাৎ প্রতিবন্ধী।