সারা‌বেলা মোর কেঁ‌দে কেঁ‌দে যায়
এ ব্যথা কভু দেখা‌নো না‌হি যায়
বু‌কে‌তে মোর হায় হায় মাতম
‌কি ক‌রি আ‌মি এ ব্যথা যে চরম
আজ ম‌লিন মোর হৃদয় সারাক্ষণ।।

সারা‌দিনমান জু‌ড়ে বু‌কে‌তে ব্যথা
‌কি ক‌রে ব‌লি মোর বেদনার কথা
ব‌লো কে আ‌ছে আর আপনজন
ও‌গো বুঝ‌বে মোর বেদনা অনুক্ষণ
আজ ম‌লিন মোর হৃদয় সারাক্ষণ।।

মন মোর সারাক্ষণ বেদনার ভাবনায়
‌কে আ‌ছে আর মোর দি‌কে ফি‌রে চায়
একা আ‌মি বির‌হে একা আ‌মি কান্নায়
বুঝ‌বে না বুঝ‌বে না হায় কেউ আমায়
আজ ম‌লিন মোর হৃদয় সারাক্ষণ।।
২৪/১০/২০২০