আ‌মি ‌হে‌রে যা‌বো ব‌লে কি আঁ‌খিজল মু‌ছে দাঁড়া‌য়ে‌ছি
এই ভীষণ অসম্ভ‌বে ডুবু ডুবু তরীখা‌নি মোর ভাসা‌য়ে‌ছি
আ‌মি আল্লাহ্ রাসু‌লের নাম বু‌কে‌তে সদা মজবুত রে‌খে‌ছি
ঐ না‌মের গু‌নেই সংগ্রাম আজীব‌নের ত‌রে জাগ্রত রে‌খে‌ছি।

আ‌মি পা‌ড়ি দেব ব‌লে কত দিবস রজনী
কাটা‌য়ে‌ছি
দুর্বার গ‌তি‌তে নির্ঘুম রজনী‌তে কত কত সংগ্রা‌মে মে‌তে‌ছি
তবু তু‌মি বলছ হে‌রে যা‌বো ব‌লেই এই  এখা‌নে এ‌সে‌ছি
না‌গো বন্ধু শত শত পরাজ‌য়ে বিবাগী আ‌মি হাল ধ‌রে‌ছি।

‌ফি‌রে যাবার জন্য নই আ‌মি আপনা‌তে ডু‌বে তাই জে‌নে‌ছি
লক্ষ্য স্থির মোর তাড়া‌তে পার‌বে না শক্ত হা‌তে হাল ধ‌রে‌ছি
আ‌মি পৌঁছা‌বো ব‌লেই এই  দুর্গম প‌থে একাকী যাত্রা ক‌রে‌ছি
পা‌ড়ি দেব ব‌লেই এই জল‌ধি‌তে আমার তরীখা‌নি ভাসায়ে‌ছি।

দৃঢ় সংকল্পবদ্ধ আ‌মি ল‌ক্ষ্যে পৌঁছা‌তেই  ছুটে চ‌লে‌ছি
জা‌নি বাঁধা হ‌য়ে দাঁড়া‌বে কূপমন্ডুক জন তবু আ‌মি  ছু‌টেছি
ওঠুক ঝড় আসুক তুফান পা‌ড়ি দেব বু‌কে‌তে পণ ক‌রে‌ছি
ডা‌কে ‌যৌবন তারুণ্য শ‌ক্তি আ‌মি যু‌দ্ধের সাজ প‌ড়ে‌ছি।

তুমি বলছ আ‌মি হে‌রে যা‌বো ত‌বে কেন জীবন বা‌জি রে‌খে‌ছি
রক্তঘা‌মে সকাল সাঁঝে পা‌ড়ি দি‌তে কেন এই  যুদ্ধ ক‌রে‌ছি
‌কেন এত এত আঘাত স‌য়েও ফের আ‌বার ঘু‌রে দাঁড়া‌য়ে‌ছি
‌নি‌য়ে আল্লাহ্ রাসু‌লের নাম সততার প‌থে আ‌মি ছু‌টে চ‌লে‌ছি।