জা‌নে আসমান জ‌মিন গ্রহ তারা
মোর নবীজী সমগ্র পৃ‌থিবীর সেরা
প‌ড়ে দরুদ ধরার সকল সৃ‌ষ্টিকুল
সব‌কিছু মুহাম্মদ না‌মে‌তে ব্যাকুল
ও‌গো সব‌কিছু ঐ না‌মে‌তেই  আকুল।।

গগ‌নের বু‌কে উ‌ড়ে যায় যত পা‌খি
মুহাম্মদ নাম তা‌দের বু‌কে‌তে রা‌খি
মুহাম্মদ নাম জ‌পে চ‌লে মৎস্যকুল
সব‌কিছু মুহাম্মদ না‌মে‌তে ব্যাকুল
ও‌গো সব‌কিছু ঐ না‌মে‌তেই  আকুল।।

সদা মুহাম্মদ নাম ক‌রে গলার মালা
ফুল বাগা‌নের ফুলেরা সাজায় ডালা
ঐ না‌মেরই সুবাসে হয় ধরনী মসগুল
সব‌কিছু মুহাম্মদ না‌মে‌তে ব্যাকুল
ও‌গো সব‌কিছু ঐ না‌মে‌তেই  আকুল।।

জা‌নে সব মানুষ জা‌নে মুস‌লিম জাহান
মুহাম্মদ রাসুল এর কত মর্যাদা,সন্মান
ঐ না‌মের গু‌নে‌তেই ধরায় ফো‌টে ফুল
সব‌কিছু মুহাম্মদ না‌মে‌তে ব্যাকুল
ও‌গো সব‌কিছু ঐ না‌মে‌তেই  আকুল।।
০৯/১১/২০২০