দিনে দিনে দিন ফুরালো আমার
আমি যে অসহায় বান্দা তোমার
রঙ তামাশায় মজে কাটায়েছি বেলা
করেছি নিজের প্রতি শুধুই অবহেলা।

অবুঝ অবোধ আমি এই দুনিয়ায়
পাপ কাজ ছেড়ে ডাকছি তোমায়
শয়তানি ধোঁকায় করেছি যে পাপ
নবীজীর উম্মত আমি করো মাফ।

ইয়া আল্লাহ্ সকল প্রশংসা তোমার
সরল পথে নাও মনকে আমার
তুমি সবচেয়ে বড় দয়ালু মহান
দয়া করে দাও মোরে খাঁটি ঈমান।
২০.০৬.২০০৭