মরুর বুকে বারিধারা
আমার নবী মুহাম্মদ(সাঃ)
ধরার পরে এলেন যবে
বিশ্ব পেলো মুক্তির সংবাদ।

ফুটলো যে ফুল মরুর বুকে
সুবাস ছড়ালো বিশ্বজুড়ে
সেই ফুলের ই সুঘ্রাণ পেয়ে
মসগুল সবে ধরার পরে।

শুকনো জমিনে ফুটলো ফুল
করলো সকলে শান্তি কবুল
আমার নবী মুহাম্মদ(সাঃ)
তার ধ্যানেতে ই বিশ্ব ব্যাকুল।

সত্য বানী ‘লা-ইলাহা-ইল্লাহ্’
ছড়িয়ে দিলেন নবী মুহাম্মদ(সাঃ)
আজিও সেই কলেমা জপে জপে
নর-নারী পায় মুক্তির স্বাদ।
২২.০৬.২০১৩