না পাওয়া যাচ্ছে মনের শান্তি
না পাওয়া যাচ্ছে অর্থনৈতিক মুক্তি
না পাওয়া যাচ্ছে এতটুকু সুখ-স্বস্তি
পাওয়া যাচ্ছে শুধু দিনের শেষে ক্লান্তি।

সারাদিন ছুটে খালি হাতে ঘরে ফেরা
তবুও বয়ে চলে অবিরাম স্বপ্নের ধারা
স্বপ্নগুলো আছে,ফলনের মাঝে ভীষণ খরা
বেকার মানুষগুলোর এইতো জীবনের ধারা।

না পাওয়ার বেদনায় দিনগুলো কেটে যায়
হতাশা বুকে বাসা বেঁধে কুঁড়ে কুঁড়ে খায়
স্বপ্নগুলো ধীরে ধীরে কোথায় চলে যায়
অবশেষে একদিন স্বপ্নের মৃত্যু হয়।
১৫.০৮.২০০৬