তুমি ভাবছ পার পেয়ে যাবে
যা ইচ্ছে তাই বলবে- করবে
মূর্খ রা তোমার তালে দুলবে
তুমি মনে খুব আনন্দ পাবে।

না না দিনগুলি এমন না রবে
দেখবে কতকিছু পাল্টে যাবে
তোমার জাড়িজুড়ি শেষ হবে
নিদারুণ ক্ষণ তোমাকে ধরবে।

দুই সেকেন্ডের বাহাদুরি না রবে
সহসা তোমার কিচ্ছা ক্ষতম হবে
হায় কিসের জোড়ে বলছ তবে
নবীজীর নামে মিথ্যা কথা এভাবে!

না না দিনগুলি এমন না রবে
ঠিক ই তুমি গ্রেফতার হয়ে যাবে
আল্লাহ্‌ তোমাকে পাকরাও করবে
কঠিন শাস্তি আমরণ ভোগ করবে।
৩০|০৬|২০২২