নিরালায় মন চুপিচুপি সারাক্ষণ
ভাবে শুধু ভাবে অনুক্ষণ
এই আলো-আঁধারের এই আয়োজন
ছুটছে কোথায় রাত-দিন প্রতিক্ষণ।

রাত যায় দিন আসে ,দিন যায় রাত
ভাবনায় ডুবু ডুবু মন,মলিন আঁখিপাত
কোথাও রবি’র আলো,কোথাও অভিসম্পাত
কারো হাসিমুখ,কারো চোখে জলপ্রপাত।

চারিদিকে বদলে যাওয়ার আহবান
কেউ কেউ রোজ করে সুযোগ সন্ধান
বদলায় না কিছু কমে যায় মানুষের মান
রাজনৈতিক গ্রহণে চারিদিক আজ ম্লান।

মানুষের জীবন মানুষ করে হরণ
পাশবিকতা জেগেছে আজ লেগেছে গ্রহন
ভাবনা আমার আপনাতে ডুবে সারাক্ষণ
কবে বদলাবে সবে গাইবে জীবনের জয়গান।
২৫.০৬.২০১৩