হরেক রকম ঘূর্ণিঝড়
জীবনজুড়ে জীবনটাকে
করে তোলপাড়।

ওঠে ঝড় ভাঙ্গে ঘর
ভেসে যায় সবকিছু
থাকেনা কিছুই দাঁড়াবার।

মানুষের জীবনে সুখের
দেখা মেলেনা কিছুতে
জীবনটা পারাবার।

ঢেউ এর পর ঢেউ এসে
করে এলোমেলো রোজ
সারাক্ষণ খোঁজ কিনারার।
২৫.০৬.২০২৪