এইখানে এই তরু ছায় বসেছিলাম
বহুদিন বহুবছর আগে
এখনো সবকিছু আগের মতো আছে
দেখতে কত যে মধুর লাগে।
প্রাগৈতিহাসিক যুগ থেকে এইখানে
আমি ঘুরে ফিরে আসি বারবার
চলতে চলতে সবকিছু হবে শেষ
ফিরে আসবো কি কখনো আবার!
কত ভালোবাসা মমতা ছড়ানো এইখানে
এই মধুমাখা মায়ার দেশে
ফিরে আসতে পারবো কি আবার
ঠিক এভাবেই ভালোবাসার আবেশে।
১৭.১১.২০০৬