মৃত্যু সুধা পান করেছি আমি বুলেট বিদ্ধ হয়ে
আমার শবদেহ পরে আছে এখানে হাজার হাজার বছর ধরে।
আমার লাশ কেউ নেয়নি,করেনি দাফন
আমার শবদেহ পচে-গলে,ক্ষত-বিক্ষত হয়ে,
বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে দিয়েছে সহজেই
দূষিত করে দিয়েছে পরিবেশ; মানুষের চলাচল।
লোকজন আমার বিভৎস্য শবদেহ দেখে
গন্ধ শুকে,রুমালে নাক-মুখ ঢাকে।
আবার কেউ কেউ অধিক অসহ্য হয়ে,
ফিক করে থু থু ফেলে আমার শবদেহে।
অথচ এই সভ্য নগরের অসভ্য রাজনীতি
অজান্তেই আমাকে করেছে গ্রাস সহসা
আমি কোনো দলের ছিলাম না,
তবুও বুলেট বিদ্ধ হলাম রাজনৈতিক আগ্রাসনে।
আমার মতো অগণন শবদেহ নিরালায় নিভৃতে কাঁদে
এই ঘুণে ধরা শহরের পথে-প্রান্তরে।