নিশিদিন ছুটে চলি সুখ খুঁজে খুঁজে
সুখ ধরা দেয় নাতো জীবনের বাঁকে
আমি খুঁজলে ডাইনে সুখ থাকে বায়ে
ডাক দিয়ে খুঁজি যবে চুপ করে থাকে।
সুখ সুখ করে রোজ ছুটছি সতত
সুখী হওয়া চাই-ই জীবনের পথে
দুঃখকে এড়িয়ে চলি অবুঝের মতো
তবুও দুঃখ জড়িয়ে ধরে অজান্তে।
হেসে হেসে বলে দুঃখ ভাই কোথা যাও
আমি বলি দূরে থাকো তোমাকে না চাই
ফের হেসে বলে দুঃখ সুখ যত পাও
আমি দুঃখ আছি বলে জেনে রাখ ভাই।