নতুন ব্যথা নিয়ে বুকে
পথচলা রোজ ধুঁকে ধুঁকে
অমানিশায় মন ডুবে রয়
নীরবে আমায় কাঁদায়।

সবকিছু গোলমাল মগজে
দিশেহারা হয়ে যাই সহজে
কোথা থেকে কিভাবে এসে
জড়িয়ে ধরে ব্যথা হেসে।

নেই কোনো তার সীমানা
কেমন করে দেয় হানা
ভেঙ্গেচূড়ে যায় হৃদ‌য় খানা
বুঝিনা ব্যথার আনাগোনা।

আলো এসেই নিভে যায়
ঘোর অমানিশার হয় জয়
নীরবেই হৃদ‌য় পুড়ে যায়
নতুন ব্যথা বুকে জমে রয়।
০১|০২|২০২৩