তেল, মরিচ আর সবজির দাম
আটকে দেয় একদম
বাজারে গেলেই মেজাজ গরম
বাড়ছে দাম তবুও ভাই হরদম।
কমছে রোজ তোমার আমার দাম
শুধু ভোটের লিস্টে রয়েছে নাম
নেই ভাই তার ও কোনো দাম
ভোট দাও বা না দাও কাস্ট হবে একদম।
বাজার দর বেড়ে চলছে দমাদম
পারছে না কেউ টেনে ধরতে লাগাম
কমে গেল সকল আমজনতার দাম
বেঁচে থাকার তরে অবিরত সংগ্রাম।
সংগ্রাম চলছে যুগ যুগ ধরে অবিরাম
ঝরছে শুধুই আমজনতার রক্ত ঘাম
সরকারি বিরোধী কেউ নয় জনতার একদম
সব শালা হয়েছে ক্ষমতার গোলাম।
১০|০৭|২০২৩