ভেসে ভেসে মন সুদূরে হারিয়ে
যে স্বপ্ন খুঁজে পায়। তার প্রকাশ বড় নির্মম।
স্বপ্ন বেঁচা কেনার বাজারে চরম খড়া
অর্থকড়ির প্রশ্নে স্বপ্ন মূল্যহীন।
তবু মনের খোড়াক হৃদয়ের চাহিদায়
খুঁজে খুঁজে অচিনে হারিয়ে রোজ রোজ
স্বপ্নের চাষবাস। যদিও তাতে কারো
কোনোরুপ এতটুকু আগ্রহ যে নাই।
তবুও মন ভেসে চলে তেপান্তরে।
এই ধরনীর এই ই কাটখোট্টা নিয়ম
অর্থকড়ির পায়ে সবার সালাম।সৃজনশীলতা
দিকে দিকে অবহেলিত। তবুও দুরাশা বুকে
কিছু না পাওয়ার প্রত্যাশায়। রোজ রোজ
মনকে ভাসিয়ে দিয়ে অচিনপুরে খুঁজে আনি
এক একটা তরতাজা রঙিণ স্বপ্ন।